ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন -ট্রাক্টর সংঘর্ষ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষে একটি ট্রাক্টর দুমড়ে-মুচড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার কবলে পড়া দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি ১০-১৫ মিনিট ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল।

সোমবার (৯ মে) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার বিদ্যাগঞ্জের বারকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ওই এলাকার রেলসড়ক দিয়ে একটি মাহিন্দ্র ট্রাক্টর পার হচ্ছিল। এসময় দূর থেকে ট্রেন আসতে দেখে মাহিন্দ্রাচালক ও হেলপার রেললাইনের ওপর ট্রাক্টরটি রেখে সরে পড়েন। পরে ট্রেনের ধাক্কায় মাহিন্দ্র ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাক্টরটি সরিয়ে নিলে ট্রেনটি পুন:রায় ছেড়ে যায়।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই সুরঞ্জন তালুকদার বলেন, শুনেছি বিদ্যাগঞ্জে ছোট একটি দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশের এসআই মিলন বলেন, ওই দুর্ঘটনা বিষয়টি আমাদের জানা নেই। শুনেছি দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি বিদ্যাগঞ্জে দুর্ঘটনায় পড়ে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার