You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ জনগণ আওয়ামী লীগ সরকারের আশ্বাসে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন তাদের ওপর দেশ-বিদেশের কারোর আস্থা-বিশ্বাস নাই,তাদের বিশ্বাসযোগ্যতা ,গ্রহনযোগ্যতা শূন্যের কোঠায়। বার বার তারা ভোটাধিকার হরণ করেছে,গণতন্ত্র,মানবাধিকার গুম করেছে, বিএনপি ও বিরোধী মতকে ধ্বংস করতে নিষ্ঠুর দমন চালিয়েছে,রাজনীতির পথ সঙ্কুচিত করেছে। আওয়ামী সরকারের অধীনে এবং ইভিএম এ আর নির্বাচন নয়।ইভিএম ভোট জালিয়াতির মেশিন। ইভিএম এ ভোট হবে ,এমন কথা বলে প্রধানমন্ত্রী আবারও ষড়যন্ত্র ,ভোট কারচুপি এবং নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করার বিষয়টি স্পষ্ট করেছেন।
তিনি আজ সোমবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণ- সংযোগ করেন ।এসময় তিনি গাবরাখালি ও সুমনিয়াপাড়ায় স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।মতবিনিময় সভা সমুহে ব্যাপক জনসমাগমে জনসমাবেশে পরিনত হয়।
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগের গণতন্ত্র ,মানবাধিকার ও ভোট বিরোধী বিরোধী কর্মকান্ড দেশ-বিদেশে উন্মোচিত হওয়ায় চাপে পড়ে ভিন্ন কৌশলে নতুন ষড়যন্ত্র করছে। তিনি বলেন, এবার কোনো কৌশল,ষড়যন্ত্র করে লাভ নেই। আওয়ামীলীগ সরকারকে পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় রাজপথে তীব্র গণ অভ্যূত্থানে সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী আদায় করা হবে। সেই লক্ষে তিনি নেতাকর্মীসহ জনগণকে চূড়ান্ত লড়াইয়ের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। মিড নাইট সরকারের মন্ত্রীর স্ত্রী মিড নাইটে ফোন করে সরকারী কর্মকর্তাকে বরখাস্ত করায়, সেই সরকারের অধীনে নির্বাচনে সরকারী কর্মকর্তারা কি করবে তা সকলেরই জানা আছে। বিকেলে গাবরাখালী বাজারে ইউপি সদস্য সুলতান উদ্দিনের সভাপতিত্বে ও সন্ধ্যায় সুমনিয়াপাড়া বাজারে গোলাম হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবীর, বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, হোসনে আরা নীলু, কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম, আলমগীর আলম বিপ্লব, মাওলানা আকবর আলী ,আলী মাহমুদ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নেতা ইমরান সুমন, জাকির হোসেন, আবু নাসের,সুরুজ মিয়া, হালুয়াঘাট উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, সিরাজুল ইসলাম শাহিন, অন্তর আকন্দ, আনিসুর রহমান, পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ হেল ওয়ারেস মাসুদ, সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, শ্রমিক দলের সভাপতি আবদুল গণি,সাধারণ সম্পাদক মশিউজ্জামান, কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান,মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন , তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, সুলতান উদ্দীন,কসিম উদ্দিন জোয়ারদার,ওসমান জোয়ারদার,মোসলেম উদ্দিন।