বিয়ের দাবিতে অবস্থানরত জামালপুরের বিবাহিত তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ স্বামী-সন্তান থাকা সত্ত্বেও প্রেমের সম্পর্কের জেরে তরুণকে বিয়ের দাবিতে জামালপুর থেকে বরগুনা এসে অবস্থান নেয়া সেই তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বরগুনার আদালত। বরগুনার মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মাহবুব আলম মঙ্গলবার সকালে বেতাগী থানাকে এই আদেশ প্রদান করেন।
গত ২৮শে এপ্রিল বরগুনার বেতাগী উপজেলার চান্দখালির মাহমুদ হাসানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয় জামালপুরের সরিষাবাড়ী গ্রামের মৌ নামের এক তরুণী। স্থানীয়দের সহায়তায় ছেলের বাড়ির তালা ভেঙে ভিতরে বসবাস করতে থাকে মেয়েটি। এরপর ১১ দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে মেয়েটির সাক্ষাৎকার প্রচার হতে থাকে। ছেলের বাবা মেয়েটিকে তার পুরনো স্বামীকে তালাকের কাগজ ও অভিভাবকদের নিয়ে আসতে বললে মেয়েটি ব্যর্থ হয়।
এ বিষয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য সাইমুল ইসলাম রাব্বি বলেন, আমি বিষয়টি আদালতের নজরে এনে আবেদন করেছিলাম। কথিত বিয়ের দাবিতে বরগুনার চান্দখালীতে একটি পরিবারকে অবরুদ্ধ করে অবস্থানরত জামালপুরের তরুণীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নিতে ওসি বেতাগী থানাকে নির্দেশনা দিয়েছে বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। জাস্টিস অব দ্য পিস আইন এই আদেশ নিয়েছেন বিচারক।
এ বিষয়ে বেতাগী থানার ওসি শাহ আলম জানান, এখনো আদেশ হাতে পাইনি। পাওয়ার পরে ব্যবস্থা নেয়া হবে। তবে এ প্রতিবেদন লেখা পযর্ন্ত আদালতের আদেশ পাঠানোর প্রস্তুতি চলছে বলে আদালত সূত্রে জানা যায়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার