ফুলবাড়ীয়ায় স্ত্রীর লাশ কবরে নেয়ার সময় স্বামীর মৃত্যু

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকেঃ  ময়মনসিংহের ফুলবাড়[ীয়া উপজেলার আছিমপাটুলী ইউনিয়নের রামনগর টানপাড়া গ্রামে স্ত্রী ফজিলা খাতুনের (৭৫) লাশ কবরে নেয়ার সময় স্বামী জয়নাল আবেদীন সরকার (৮৫) হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা গেছেন। বুধবার (১১ মে) সকাল ১১ টারদিকে পারিবারিক কবররাস্থানে তাকে দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকালে স্ত্রীর লাশ দাফন করা হয়। বিষয়নিশ্চিত করেছেন স্থানীয় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম ফারুক।
এলাকাবাসী জানান, মরহুম জয়নাল আবেদীন সরকার তাবলীগ জামাতের একচিল্লায় গিয়ে ছিলেন। গত সোমবার (১০ মে) রাত সোয়া ১০টার দিকে তার স্ত্রী ফজিলাখাতুন (৭৫) বার্ধক্যজনিত কারনে মারা যান। স্ত্রীর জানাজায় অংশ গ্রহনের জন্য তাকে ফরিদপুর থেকে নিয়ে আসেন আতœীয়স্বজন। বাড়ীতে এসে অজু করে স্ত্রীর লাশ কবরে নেয়ার সময় মৃত্যুর কোলে ঢলেপড়েন জয়নাল আবেদীন সরকার।
স্থানীয় ইউপি মেম্বার গোলাম ফারুকজানান, বুধবার সকাল ১১ টার দিকে মরহুম জয়নাল আবেদীনের লাশ পারিবারিক করবাস্থানে দাফন করা হয়েছে। স্ত্রীর মৃত্যু সইতেনা পেরে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। স্বামী স্ত্রীর মৃত্যুর নিয়ে এলাকায় শোকের ছায়া বইছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার