স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ১৬ জন আসামীকে গ্রেফতার করেছে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৬জনকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর ভাটিকাশর মিশনের সামনে হতে দ্রুত বিচার মামলার আসামী কৃষ্টপুর দিলওরশন জামে মসজিদ এলাকার সজল (২৫), চরকালিবাড়ী মিল গেইট, এলাকার সুজন(২৫)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর আকুয়া চৌরাঙ্গীর মোড় হতে দ্রুত বিচার মামলার আসামী আকুয়া বোর্ডঘর এলাকার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আকন্দ এর ছেলে মাহফুজুল ইসলাম নওশাদ (২৭), আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, ফয়সালের বাসার ভাড়াটিয়ামোঃ নাঈম (২৮),আকুয়া চৌরাঙ্গীর মোড়, তারা মিয়ার পুল সংলগ্ন রাব্বী (২৮)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) কল্পনা আক্তার এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর পাটগুদাম দুলদুল ক্যাম্প সাকিনস্থ জনৈক আলাল মিয়া এর মুদি দোকানের সামনে হতে মাদক মামলার আসামী বলাশপুর আবাসনের মোঃ আল মামুন(৩৫)কে গ্রেফতার করেন এবং তার নিকট হতে ০৩(তিন) পোটলা হেরোইন, যাহার ওজন অনুমান-০৩ (তিন) গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা উদ্ধা করেন।
এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর ১৬ নং জেসি গুহ রোড সাকিনস্থ ধৃত আসামী মোঃ হাফিজুর রহমান এর বাসার কক্ষ হতে মাদক মামলার আসামী ১৬ নং জেসি গুহ রোডের হাফিজুর রহমান (৪২), চরপাড়ার হযরত আলী (৫৭),কে গ্রেফতার করেন এবং তার নিকট হইতে অর্ধেক পুরা অবস্থায় গাজাঁ ভর্তি ০২(দুই)টি সিগারেট, ২)০১(এক)টি গ্যাস ম্যাচ, ৩) একটি গাজাঁ কাটার কেচি উদ্ধা করেন।
এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর আকুয়া মোড় হইতে অন্যান্য মামলার আসামী আকুয়া মড়ল পাড়ার মোঃ আরিফ (১৮), কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ)আবুল কাশেম, এসআই (নিঃ)নিরুপম নাগ, এসআই (নিঃ)শাহ মিনহাজ উদ্দিন, এসআই (নিঃ)হাবিবুর রহমান, এএসআই(নিঃ) মোজাম্মেল হক পৃথক পৃখক অভিযান চালিয়ে কোতোয়ালীর মোট ০৭টি জিআর, সিআর সাজা ও সিআর বডি তামিল করেন।
জিআর বডি ০৪জন হলেন বি-৬ কৃষ্টপুর আদর্শ কলোনী,পাপ্পু (৪০), আকুয়া চৌরাঙ্গীর মোড়ের মোঃ রুমান (৩৫), কৃষ্টপুর দৌলত মুন্সী রোডের সুজন (২৫)।
সিআর সাজা বডি ০২জন হলেন চর পুলিয়ামারীর (চৈতলীমারী) বাদশা মিয়া, চর রঘুরামপুর আবু হানিফা, । সিআর বডি ০১জন হলেন রাঘবপুরের মাহমুদুল হাসান।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।