You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজঃ বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রকৌশলী মোঃ শাহ আবিদ হোসেন (বিপিএম বার ও পিপিএম সেবা) পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন। বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে মোট ৩২ জনকে পদোন্নতি দিয়েছে সরকার।
প্রকৌশলী মোঃ শাহ আবিদ হোসেন (৫১) এর আগে ঢাকা ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) হিসেবে কর্মরত ছিলেন। এরআগে তিনি ময়মনসিংহ, কুমিল্লা, পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। মোঃ শাহ আবিদ হোসেন বাগেরহাট জেলার আফরা গ্রামের সভ্রান্ত পরিবারের ১৯৭১সালে ৩১ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম সর্দার শাহাজাহান আলী ও মাতা জাহানারা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রীর নাম সুরাইয়া সুলতানা। দাম্পত্য জীবনে তিনি এক কন্যা (আফসিয়া আবেদ জারা) সন্তানের জনক।
তিনি খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) কৃতিত্বের সহিত উত্তীর্ন হন। এর আগে তিনি ১৯৯৫ সালে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (খুয়েটে) প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৬ সালে বুয়েটের আইএফসিডিআরে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। তিনি ২০০১ সালে ২০তম বিএসএসের মাধ্যমে পুলিশের সহকারী পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
২০১২ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিকল্পনা গবেষণা ও মানব সম্পদ উন্নয়ন বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৮ সাল পর্যন্ত ঢাকা ট্রাফিক ট্রেনিং স্কুল, মিলবারক, সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা উত্তরা, আর্মড পুলিশ ব্যাটালিন এর এএসপি হিসেবে দায়িত্ব পালন করেন। ৮ সেপ্টেম্বর’২০০৫ হতে ২০ সেপ্টেম্বর‘২০০৬ পর্যন্ত আইভরি কোস্টে জাতিসংঘের অপারেশনস প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি পুলিশ বিভাগে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় একাধিকবার পুরস্কৃত হন। এছাড়া তিনি ২০১৮ জাতীয় পর্যায়ে আইসিটি বিষয়ে সেরা পুলিশ অফিসার হিসেবে পুরস্কার লাভ করেন।
এছাড়া ২০০৮ সালে জাতীয় পুলিশ প্রশিক্ষণ ইনস্টিটিউট, একাডেমি হংকং, থাইল্যান্ডে, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা ও অপরাধ প্রতিরোধে আন্তর্জাতিক কর্মশালা, ২০০৮ মেলবোর্ন ও অস্ট্রেলিয়া যান।
২০১৫সালে আন্তর্জাতিক কাউন্টার- আইইডি সম্মেলন অস্ট্রেলিয়া ক্যানবেরায় যোগদান করেন।
এই অর্জনে বিনম্র শ্রদ্ধা ও অনিশেষ কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, জননিরাপত্তা সচিব, ইন্সপেক্টর জেনারেল ও সকল অতিরিক্ত আইজি মহোদয়গণের প্রতি।
আমার বর্তমান ও পূর্ববর্তী কর্মস্থল পিরোজপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকার সম্মানিত নাগরিকবৃন্দসহ সকল অগ্রজ উর্দ্ধতন কর্মকর্তা ও অনুজ সহকর্মীবৃন্দের প্রতি তাদের অবদান, সহযোগীতা ও শুভকামনার জন্য বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন পিতা-মাতা, স্ত্রী, সন্তানসহ পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী, শিক্ষকবৃন্দসহ সকল শুভাকাঙ্খীদের যাদের প্রার্থনা, আত্মত্যাগ ও সহযোগীতায় তিনি প্রতিষ্ঠিত হয়েছেন।
পরিশেষে মানুষের কল্যাণে কাজ করে জাতির পিতার “জনগনের পুলিশ” বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন, তার জন্য এ শুভক্ষণে স্রষ্টার অনুগ্রহ ও সকলের আশীর্বাদ প্রার্থণা করেন।