ত্রিশালে সয়াবিন তেল বেশী দামে বিক্রি করায় ৭০ হাজার টাকা জরিমানা
May 12, 2022
82
No Comments
You must need to login..!
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ত্রিশালে সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা দামের চেয়ে ক্রেতাদরে কাছে বেশী দামে বিক্রি করায় পাঁচ ব্যবসায়িকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে ক্রেতার অভিযোগের ভিত্তিতে ত্রিশাল সদরে সয়াবিন তেলের বেশী দাম নেওয়ায় তামিম এন্টারপ্রাইজকে বিশ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত মেহের।
এছাড়া অভিযান পরিচালনাকালে রূপকথা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে ৩০ হাজার টাকা, আজিজুল স্টোরকে ১৫ হাজার টাকা ও ফিরুজ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।