ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার সাত বছর আশানুরুপ উন্নয়ন হয়নি-ময়মনসিংহ বিভাগ সমিতির নেতুবৃন্দ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ, ব্রহ্মপুত্রনদের সীমানা চিহিৃতকরণ ও চলমান খননকাজ ফলপ্রস্যুভাবে সম্পন্ন করা এবং বিভাগীয় শহর প্রতিষ্ঠাসহ ময়মনসিংহ বিভাগের জেলা সমুহের সার্বিক উন্নয়নের দাবিতে করণীয় নির্ধারণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগ সমিতি, ঢাকার উদ্যোগে ময়মনসিংহ সিটি কোর্পরেশনের শহীদ শাহাবউদ্দিন মিলনায়তনে শনিবার বিকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি নাট্য ব্যক্তিত্ব ম. হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনেওে সভাপতি এডভোকেট এএইচ এম খালেকুজ্জামান, ময়মনসিংহ বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ও ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট শাহ আশরাফুল হক জজ, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মহাসচিব রাশেদুল হাসান শেলী, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন খান হিলু,  সিনিয়র আইনজীবি গিয়াস উদ্দিন, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক, স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক আবুল হাসিম, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, এডভোকেট শিব্বির আহমেদ লিটন, কাজী আজাদ জাহান শামীম, ইয়াজদানী কোরাইশী কাজল, ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, সাংবাদিক নজরুল ইসলাম  প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বিভাগ প্রতিষ্ঠা হয়েছে সাত বছর প্রায়। এখন আশানুরুপ উন্নয়ন হয়নি। বিভাগীয় শহর স্থাপনে দ্রুত জমি অধিগ্রহণ, ভুমির প্রকৃতি অনুযায়ী মাস্টার প্লান তৈরী করা,স্থাপত্য নক্সা ও নির্মাণ কাজের পরিকল্পনা, কোখায় কি থাকবে তা নিয়ে পরিকল্পনা করতে হবে। এছাড়া ব্রহ্মপুত্র নদ সুপরিকল্পিতভাবে খনন, সারা বছরের নব্যতা নিশ্চিত করতে হবে। এছাড়া সিএস অনুসারে নদের সীমানা নির্ধারণ, অবৈধ দখলদার উচ্ছেদ, নদী খননের মাটি দিয়ে বেরীবাধ ও রাস্তা নির্মাণ করতে হবে। এছাড়া নদীর দুইপ পাড় দিয়ে রাস্তা করতে হবে। একই সাথে গাজীপুর থেকে জামালপুর পর্যন্ত ডাবল রেললাইন স্থাপন করতে হবে।##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার