নান্দাইলে ১২ বছরের বুদ্ধি প্রতিবন্ধী দ্বিতীয়বার ধর্ষণের শিকারঃ থানায় মামলা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের নান্দাইলে প্রায় ছয় মাস আগে ১২ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণের শিকার হয় । সেই সময় অভিযুক্ত মাসুদ মিয়া (২২) কে গ্রাম্য সালিশে কান ধরে ওঠ-বস করেই ছেড়ে দেয়া হয়। গত শুক্রবার ওই শিশুকে আবার ধর্ষণ করে মাসুদ মিয়া । এবার মামলা করেন ভুক্তভোগীর মা।

তবে এ মামলা তুলে নিতে হুমকির পাশাপাশি ৫০ শতক জমি লিখে দেওয়ার প্রস্তাব দিয়েছে ধর্ষক মাসুদ ও তার পরিবার। ঘটনাটি উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের পূর্ববাঁশহাটি গ্রামের।

জানা গেছে, আইসক্রিমের লোভ দেখিয়ে ওই শিশুকে প্রথমবার ধর্ষণ করে মাসুদ মিয়া। পরে স্থানীয় সালিশকারীরা অভিযুক্ত মাসুদ মিয়াকে কান ধরে উঠ-বস করানো ছাড়াও মারধর করে। সেইসাথে মাসুদকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ওই সালিশের পর থেকেই মাসুদ লাপাত্তা থাকলেও মাস খানেক আগে ফের গ্রামে চলে আসে। এরপর গত শুক্রবার (১৩ মে) আবারও ওই শিশুকে ধর্ষণ করে।

এ সময় শিশুটির মা মেয়েকে বাড়িতে না পেয়ে আশেপাশে খোঁজ করেন। পরে কিছু দূরে একটি স্থানে আপত্তিজনক অবস্থায় মাসুদকে দেখতে পান। মায়ের উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে দৌড়ে পালায় মাসুদ। এবারের ঘটনায় পরদিন শনিবার (১৪ মে) শিশুর মা নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলার পর থেকেই মাসুদ ও তার পরিবার ভুক্তভোগী ওই শিশুর পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিতে থাকে। সেই সাথে ৫০ শতক জমি লিখে দেবার প্রস্তাবও দিচ্ছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেইসাথে আদালতে জবানবন্দিও দিয়েছে ভুক্তভোগী। এ ঘটনায় অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার