ফুলবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

image

You must need to login..!

Description

ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর নামপাড়া গ্রামে মুরগীর খামারে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আবুল হাসান জয়(১৯) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) রাত ১১ টার দিকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ুন আহমেদ। জয় ঐ এলাকার নজরুল ইসলাম মোল্লার একমাত্র ছেলে। ত্রিশাল নজরুল কলেজে অনার্স ১ম বর্ষের (রাষ্টবিজ্ঞান) শিক্ষার্থী ছিলেন তিনি।
ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফজলুল হক দুলাল জানান, মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্টের পর তাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার