বজ্রপাতে একই গ্রামের তিন শিশু নিহত

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  সুনামগঞ্জের তাহিরপুরে বাদাম তুলতে গিয়ে আকস্মিক বজ্রপাতে একই গ্রামের তিন শিশু নিহত হয়েছে। নিহত শিশুরা হলো- উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল আলীমের শিশু কন্যা তাওহিদা (১১), একই গ্রামের ফজর রহমানের মেয়ে রিপা ( ১২) এবং আব্দুল আজিজের ছেলে আমিরুল ( ১১)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৮ জন। গুরুতর আহত হবি রহমান ও রিয়া মনিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের তাহিরপুর উপজেলা সদর হাসপাতাল ও স্থানীয় বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই বজ্রপাতের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানাগেছ, বৃহস্পতিবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের ছোট বড় প্রায় ১১ জন গ্রাম সংলগ্ন বাদাম ক্ষেতে বাদাম তুলতে যান। বাদাম তুলার একপর্যায়ে হঠাৎ দিন অন্ধকার করে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই শিশু মারা যায় এবং হাসপাতালে নেয়ার পথে মারা যায় এক শিশু। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্হানীয় ইউপি সদস্য জানান, এ ঘটনায় আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বলেন, বজ্রপাতে তিনজন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার