You must need to login..!
Description
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ সর্বনাশা কালবৈশাখী ঝড়ে গফরগাঁও উপজেলা সদরসহ ১৫টি ইউনিয়নে বোরো ফসলসহ নানান রকমের ফসলের ব্যাপক ক্ষতি গ্রস্ত হয়েছে । কৃষকদের ঘরে এখন ঘোর অন্ধকার নেমে এসেছে । বিশেষ করে বোরো পাকা ধানের বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে । নিচু এলাকায় অনেক বোরো ফসলসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে । বিগত কয়েক বছরের তুলনায় এবারে বোরো বাম্পার ফলন হয়েছিল । গত কয়েক মাসের তুলনায় গত বৃহস্পতিবার রাতের বৃষ্টি ও ঝড় বেশি হয়েছে । এ ছাড়া বহু গাছপালা উপড়ে পড়ে গেছে । অনেক কাঁচা ঘরবাড়ি ধসে পড়ে গেছে । আম ,কাঠাল ও লিচুসহ অন্যান্য ফলের ক্ষতি হয়েছে । বৃষ্টির ফলে বিভিন্ন জাতের ধানের দাম কমে গেছে । গত বৃহস্পতিবার রাত হতে শুক্রবার দুপুর পর্যন্ত (২০ মে) দুপুর ২টা ৩০মিঃ পর্যন্ত উপজেলাসদর পিডিবি ও গ্রাম এলাকায় পিডিবি ও পল্লী বিদ্যুতের লাইন বিছিন্ন হয়েছে বলে গ্রাহকরা জানান । এতে করে উপজেলাসদর ও ইউনিয়নের পর্যায়ে জনসাধারণের দুর্ভোগ চরমে । বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীদের সংসারে ঘোর অন্ধকার নেমে এসেছে । বিশেষ করে গত কয়েক দিনে ধরে পিডিবির নজিরবিহীন লোড শেডিংয়ে ফলে জনজীবন অচল হয়ে পড়েছে । এ ছাড়াও পিডিবির বিদ্যুৎতের লো-ভোল্টেসের দরুন নানান ধরনের কার্ষক্রম ব্যাহত হচ্ছে ।