You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ যানজট নিরসনে শহরের অভ্যন্তরে বালু-ইট-পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণ এবং নির্ধারিত রঙের বাইরে অন্য অটোবাইক এর যাতায়াত ও অবৈধ পার্কিং রোধে আজ রবিবার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।
গত ১২ মে মসিকের উদ্যোগে যানজট নিরসনে আয়োজিত এক সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সংগঠনসমূহের সম্মিলিত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নে আজ দিনব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ ৮ মামলায় ১ হাজার টাকা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান ১২ মামলায় ১৫০০ টাকা, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর ১ মামলায় ৫০০ টাকা জরিমানা করেন, এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিকুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বিনা মামলায় অভিযান পরিচালনা করেন।
এ প্রসঙ্গে সিটি কর্পোরেশন এর সচিব রাজীব কুমার সরকার জানান, যানজট নিরসনের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফেরাতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ বিষয়টি তদারকি করছেন। গৃহিত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নে প্রাথমিকভাবে সচেতনতা সৃষ্টি ও সামান্য জরিমানা করা হলেও পরবর্তীতে এ অভিযান ও জরিমানার পরিমান বৃদ্ধি পাবে। ##
মতিউল আলম