হালুয়াঘাটে নিজেকে হযরত ঈসা নবী দাবি করায় যুবক গ্রেফতার

হালুয়াঘাটে নিজেকে হযরত ঈসা নবী দাবি করায় যুবক গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া এলাকার সীতারাম চিং এর পুত্র সন্দ্বীপ রিসিল( ৪০) নামে এ যুবক নিজেকে হযরত ঈসা নবী দাবি করে আসছিলো।  এতে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরী হয়। হযরত নবী দাবি করে প্রতারণার দায়ে হালুয়াঘাট থানা পুলিশ আটক করে তাকে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে আদালত হাজির করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

তার শরীরে ইসলাম ধর্মীয় পোশাকাদি থাকলেও তার ঘরে রয়েছে খ্রীষ্টধর্মীয় বিভিন্ন ধরনের ছবি। এর আগে সে খ্রীষ্ট ধর্মের অনুসারী ছিল। পরে ২০২১ সনে ময়মনসিংহের খানকায়ে হুসাইনিয়া মাদরাসা থেকে সে ইসলাম গ্রহণ করে। সে উপজেলার জয়রামকুড়া গ্রামের বিমল সীতারাম চিং এর পুত্র। ইতোমধ্যে সে তার নিজস্ব ধর্ম প্রচার শুরু করেছে এবং বেশ কিছু অনুসারীও তৈরি করে ফেলেছে।

তার সম্পর্কে খ্রীষ্ট ধর্মের দুই পুরোহিত বলছেন, এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। অন্যদিকে ইসলাম ধর্মের আলেমরা বলছেন, এটা পাগলের প্রলাপ। এর কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না। এ বিষয়ে সাধারন মানুষ তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকেই। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয় ভাইরাল হলে আলোচনা সমালোচনার ঝড় উঠে।