রফিক বিশ্বাস, তারাকান্দা(ময়মনসিংহ) থেকেঃ ময়মনসিংহের তারাকান্দায় ভাড়া চালিত মোটরসাইকেল চালককে রক্তাক্ত জখম করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।
জানা গেছে, আজ ৪ জুন শনিবার সন্ধ্যায় সাড়ে ৮টায় উপজেলার গালাগাও ইউনিয়নের ধারাকান্দি গ্রামের মোঃ রইছ উদ্দিনের পুত্র জুবায়ের হোসেন (১৮)কে তারাকান্দা বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত দুই যাত্রী ২শ টাকা ভাড়ায় গালাগাঁও কাচারী বাজারে যাওয়ার উদ্দ্যেশে রওনা হয়ে গালাগাঁও গ্রামের ভিষ্যিবাড়ীর পাশে ইউপি রাস্তার কালভার্টের কাছে পৌছলে ছিনতাইকারীরা মোটরসাইকেল চালককে রক্তাত্ত গুরুতর জখম করে সড়কের পাশে ফেলে রেখে তার ১০০ সিসি টিভিএস মোটরসাইকেল ছিনতাইকারীরা নিয়ে যায়।
পথচারী লোকজন আহত মোটরসাইকেল চালক জুবায়ের হোসেন কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।