পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চান-মেয়র টিটু

পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চান-মেয়র টিটু

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মাণে কাজ করছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া এ লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।

রোববার (৫ জুন) দুপুরে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মসিকের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র টিটু এসব কথা বলেন। তিনি বলেন, নিরাপদ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ ময়মনসিংহ গড়তে আশপাশের পরিবেশকে পরিচ্ছন্ন এবং নিরাপদ করতে হবে। এ কাজে সচেতনতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমাদের সব উদ্যোগ এবং কর্মকাণ্ডগুলো ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি।

মসিক মেয়র বলেন, পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী ১২২ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এ ছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে ময়মনসিংহ সিটির বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন ময়মনসিংহ নির্মাণের পথ প্রশস্ত হবে।

অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান. কাউন্সিলরবৃন্দ, ইউএনডিপি প্রতিনিধি, রোভার স্কাউটের সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।মসিক সূত্র জানায়, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এ অভিযানে নগরীর ৯, ১০, ১৭ ও ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হবে।