ময়মনসিংহে চা দোকানি হত্যার রহস্য উদঘাটনঃ আটক ২

ময়মনসিংহে চা দোকানি হত্যার রহস্য উদঘাটনঃ আটক ২

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে রহস্যজনক খুনের ঘটনার একদিনের মধ্যেই নগরীর কাচারী ঘাটের চা দোকানি খলিলুর রহমান (৪৫) হত্যার রহস্য উদঘাটন করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।সদর উপজেলার চরঈশ্বরদিয়া পশ্চিমপাড়া গ্রামের নবীর উদ্দিনের ছেলে খলিলুর রহমান নগরীর কাচারীঘাটে চা দোকান করে জীবিকা নির্বাহ করতেন।

সোমবার ( ৬ জুন) রাতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত খলিলুর রহমানের সঙ্গে জুয়া খেলায় বিবাদ হয় দুই বন্ধুর। এ সময় খলিলের কানের ওপর আঘাত করলে ঘটনাস্থলে পড়ে মারা যান তিনি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না।
সোমবার (৬ জুন) দুপুরে এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. জহুরা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, এ হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আশা করছি শিগগিরই তারা গ্রেফতার হবে।

উল্লেখ্য, গত ৫ জুন দুপুরে নগরীর কাচারী ঘাটের অপরপ্রান্তে স্থানীয় ইসকন মন্দিরের পাশের একটি ডোবা থেকে চা দোকানি খলিলুর রহমানের (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।