সরকার একর পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে-ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাড়ার ঘা’ হিসেবে মানুষের জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সরকারের লোকেরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন বাড়িয়ে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে।
বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিভাগীয় নগরী ময়মনসিংহে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বৃষ্টিতে ভিজে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শাহ শিব্বির আহম্মদ বুলু, কাজী রানা, কায়কোবাদ মামুন, অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম ও শামীম আজাদ, মহানগর বিএনপির সদস্য রতন আকন্দ, মহিলাদলের জেলা সভাপতি খালেদা আতিক, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টটু, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম উজ্জ¦ল, স্বেচ্ছাসেবকদলের মহানগর সভাপতি আতাহারুল ইসলাম তালুকদার রিপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল, ছাত্রদলের মহানগর সভাপতি তানভীর আহমেদ রবিন, শ্রমিকদলের সহিদুল ইসলাম দুলাল, তাঁতীদলের মহানগর আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আবুল বাসার বিপ্লব।
বিএননি নেতা এমরান সালেহ প্রিন্স বলেন, সরকারের লোকেরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন বাড়িয়ে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী সরকার গণ বিরোধী সিদ্ধান্ত নিয়ে জনগণকে চরম দুর্ভোগে নিপতিত করেছে। সরকার দেশ পরিচালনায় ও জনজীবনে সমস্যা সমাধানে চরম ভাবে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে গ্যাসের মূল্যবৃদ্ধি কৃষি, শিল্প ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিটি দ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। সরকারের ব্যার্থতায় চলমান তীব্র আর্থিক সঙ্কটের মধ্যে কোনো মতেই জনগণের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হবে না। জনগণ চরম দুর্দশার মধ্যে পড়বে। তিনি অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির অপরিনামদর্শী সিদ্ধান্ত বাতিলের দাবী জানান। ##