জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের ফুলপুরে গাছে উঠে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিজাম উদ্দিন (২৫) নামে এক যুবক মারা গেছেন। রোববার (১২ জুন) বিকেলে উপজেলার মেরীগাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত নিজাম উদ্দিন ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নিজাম উদ্দিন বাড়ির পাশের একটি জাম গাছে ওঠে। পাশেই বৈদ্যুতিক তার ছিল। জামপাড়ার সময় গাছের ডালের সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে যায়। এতে গাছের ডাল বিদ্যুতায়িত হয়ে নিজাম উদ্দিন গাছ থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’