উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গত ১৩ জুন থেকে রংপুর রেঞ্জের ৩ দিনব্যাপী আনসার ভিডিপি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা ১৫/৬/২২ তারিখ আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে। রংপুরের মাহিগঞ্জ আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী ও বার্ষিক কর্মচুক্তি সম্পাদনকালে রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ তার দিকনির্দেশনা মূলক বক্তব্যে বলেন,যেকোনো মূল্যে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট রাজনীতি,সমাজ ও রাষ্ট্রনীতি তথা সর্বক্ষেত্রে ভয়াবহ অবক্ষয় দূরীকরণের মাধ্যমে আগামী ২০৪১ সালের মধ্যে ক্ষুধা দারিদ্র্য,সন্ত্রাস,জঙ্গিবাদ, মাদক মুক্ত একটি সুখী,সমৃদ্ধশালী ও উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যই হবে আমাদের প্রধান কাজ। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার মিশন ও ভীশন সুষ্ঠু বাস্তবায়নে নতুন করে শপথ গ্রহণের জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠান শেষে রংপুর রেঞ্জাধীন বিভিন্ন ইউনিট প্রধানগণ স্ব স্ব ইউনিটের পক্ষে বাহিনীর বার্ষিক কর্ম-পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক চুক্তি সম্পাদন করেন।এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন১আনসার ব্যাটালিয়ন পরিচালক ও ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) ড. লুৎফর রহমান,দিনাজপুর হিলি ১১ আনসার ব্যাটালিয়ন পরিচালক মোহাঃ ইয়াছিন আরাফাত, নীলফামারী ও রংপুর জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী,২৮ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক ও লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) এ এইচ এম সাইফুল্লাহ হাবীব,দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী,পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম,কুড়িগ্রাম সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোঃ ইবনুল হক,গাইবান্ধা সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব ) মোঃ রেজাউল ইসলাম।
বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরের জেনারেল শাখার তত্ত্বাবধানে ও রংপুর রেঞ্জের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন ইউনিটের ১ম ও ২য় শ্রেণীর ৫০ জন কর্মকর্তাকে জুম-এর মাধ্যমে দক্ষতা উন্নয়ন মূলক ভার্চুয়ালী প্রশিক্ষণ প্রদান করা হয়।