রংপুরে আনসার ভিডিপি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালার সমাপনী

রংপুরে আনসার ভিডিপি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালার সমাপনী

June 16, 2022 108 Views

উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।।  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গত ১৩ জুন থেকে রংপুর রেঞ্জের ৩ দিনব্যাপী আনসার ভিডিপি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা ১৫/৬/২২ তারিখ আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে। রংপুরের মাহিগঞ্জ আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী ও বার্ষিক কর্মচুক্তি সম্পাদনকালে রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ তার দিকনির্দেশনা মূলক বক্তব্যে বলেন,যেকোনো মূল্যে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট রাজনীতি,সমাজ ও রাষ্ট্রনীতি তথা সর্বক্ষেত্রে ভয়াবহ অবক্ষয় দূরীকরণের মাধ্যমে আগামী ২০৪১ সালের মধ্যে ক্ষুধা দারিদ্র্য,সন্ত্রাস,জঙ্গিবাদ, মাদক মুক্ত একটি সুখী,সমৃদ্ধশালী ও উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যই হবে আমাদের প্রধান কাজ। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার মিশন ও ভীশন সুষ্ঠু বাস্তবায়নে নতুন করে শপথ গ্রহণের জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠান শেষে রংপুর রেঞ্জাধীন বিভিন্ন ইউনিট প্রধানগণ স্ব স্ব ইউনিটের পক্ষে বাহিনীর বার্ষিক কর্ম-পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক চুক্তি সম্পাদন করেন।এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন১আনসার ব্যাটালিয়ন পরিচালক ও ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) ড. লুৎফর রহমান,দিনাজপুর হিলি ১১ আনসার ব্যাটালিয়ন পরিচালক মোহাঃ ইয়াছিন আরাফাত, নীলফামারী ও রংপুর জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী,২৮ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক ও লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) এ এইচ এম সাইফুল্লাহ হাবীব,দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী,পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম,কুড়িগ্রাম সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোঃ ইবনুল হক,গাইবান্ধা সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব ) মোঃ রেজাউল ইসলাম।
বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরের জেনারেল শাখার তত্ত্বাবধানে ও রংপুর রেঞ্জের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন ইউনিটের ১ম ও ২য় শ্রেণীর ৫০ জন কর্মকর্তাকে জুম-এর মাধ্যমে দক্ষতা উন্নয়ন মূলক ভার্চুয়ালী প্রশিক্ষণ প্রদান করা হয়।

সাম্প্রতিক