You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, সমাজ সুন্দর করতে হলে ভালো মানুষ হতে হবে। মানুষের বিপদে ঝাপিয়ে পড়তে হবে। করোনাকালে চিকিৎসা সেবা প্রদান করে ডাঃ হরি শংকর দাশ মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। জীবনের ঝুকি নিয়ে সেবা দিয়ে অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। নতুন প্রজন্ম তার কাছ থেকে শিক্ষা নিতে পারে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় পারমিতা হল রুমে স্বাধীনতা সাহিত্য পরিষদ ময়মনসিংহ এ আয়োজিত অনুষ্ঠানে ডাঃ হরি শংকর দাশ রচিত ‘সামান্য চোঁখে দেখা’ ও সাংবাদিক আব্দুল্লাহ আল আমীন সম্পাদিত “কোভিড-১৯ দূর্যোগে ডা. হরি শংকর দাশ ” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ডাঃ হরি শংকর দাশ রচিত ‘সামান্য চোঁখে দেখা’ বইটি মানুষের কল্যাণে কাজে লাগবে ও ইতিহাস জানার সুযোগ সৃষ্টি হয়েছে। সাংবাদিক আব্দুল্লাহ আল আমীন সম্পাদিত “কোভিড-১৯ দূর্যোগে ডা. হরি শংকর দাশ ” বইটি ডা. হরি শংকর দাশের সেবা দানের একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। যা আগামী প্রজন্ম তার কর্মময় জীবন সম্পর্কে জানতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবুল হোসেন ।
জেলা বিএম’র সাধারন সম্পাদক ও স্বাধীনতা সাহিত্য পরিষদের সভাপতি ডাঃ এইচ এম গোলন্দাজ তারা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক উজ্জল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, অধ্যাপক ড.সাহাব উদ্দিন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ সাইফুল আলম পান্নু, ব্যবসায়ী মাহবুব আলম, প্রাপ্ত স্পেশালাইজড হাসপাতালের স্বত্বাধিকারী মনসুর আলম চন্দন, লায়ন মিজানুর রহমান, এ্যাড আবুল কাশেম, পারমিতা চক্ষু হাসপাতাল উপ-পরিচালক মিসেস ফাতেমা বেগম, সাংবাদিক মতিউল আলম, মোঃ নজরুল ইসলাম, নিয়ামল কবির সজল, মাহমুদুল হাসান মিলন, শরৎ সেলিম, আজিজুর রহমান খোকন প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন সাইফুল আলম পান্নু, প্রদীপ চক্রবর্তী ও শিশু শিল্পী মারিয়া।