এবার সিলেট রেলওয়ে স্টেশন বন্ধ

এবার সিলেট রেলওয়ে স্টেশন বন্ধ

June 18, 2022 99 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ   অব্যাহতভাবে বন্যার পানি বেড়ে রেললাইন তলিয়ে যাওয়ায় এবার বন্ধ করে দেয়া হয়েছে সিলেট রেলওয়ে স্টেশন। আজ দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম সিলেট রেলওয়ে স্টেশন আপাতত বন্ধ থাকবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকা বা চট্টগ্রাম থেকে এখন সরাসরি সিলেট স্টেশনে কোনো ট্রেন আসবে না। ট্রেন এখন সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন এবং মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে সম্ভবত চলাচল করবে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই অবস্থা চলবে বলে জানান তিনি।
আজ সকালে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘কালনী এক্সপ্রেস’ এবং ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেন ছেড়ে গেছে।
এর আগে বিমানবন্দর এলাকায় পানি ঢুকে পড়ায় ওসমানী বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। এছাড়া আজ দুপুরে সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে পানি ঢুকে পড়ায় সেটি বন্ধ করে দেয়া হয়। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

সাম্প্রতিক