ময়মনসিংহে ৩লাখ ৩হাজার কার্ডধারীর কাছে টিসিবির পণ্য বিক্রি শুরু

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে ভর্তুকি মুল্যে ময়মনসিংহ জেলায় ৩লাখ ২হাজার ৯শত ৭১ জন নিন্ম আয়ের জনগোষ্টির মাঝে টিসিবি চিনি, মশুর ডাল ও সয়াবিন বিক্রি শুরু করেছে। আজ বুধবার বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মোঃ এনামুল হক সাংবাদিকদের এক প্রেস বিফ্রিংয়ে এতথ্য জানান । গত ঈদের মতো এবারও ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে। চিনি এক কেজি ৫৫ টাকা, মশুর ডাল ২ কেজি ৬৫ টাকা করে ও সয়াবিন ২ লিটার ১১০/- টাকা করে বিক্রি করা হবে।
তিনি আরো জানান, ময়মনসিংহ জেলা ৩লাখ ২হাজার ৯শত ৭১ টি ফ্যামিলি কার্ডের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনে ৭০ হাজার ৪শত ৫টি ও ২লাখ ৩২ হাজার ৫৬৬ টি কার্ড ১৩টি উপজেলা ও বিভিন্ন পৌরসভায় বিক্রি করা হবে। সিটি করপেরেশন, ১৩টি উপজেলায় ১০টি পৌরসভায় ৫৪৮ টি স্থায়ী ও অস্থায়ী দোকানে ১৫৬ জন তালিকাভুক্ত ডিলারের মাধ্যমে ২দিনে বিক্রি করা হবে। ময়মনসিংহ সিটি করপোরেশনে আজ ২২ জুন ১ ও ২ নং ওয়ার্ডে বিক্রি করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার