ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চার শিক্ষক ও সিএনজি চালকসহ নিহত ৫

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চার শিক্ষক ও সিএনজি চালকসহ নিহত ৫

June 24, 2022 88 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ  নওগাঁয় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন শিক্ষক ও সিএনজি চালকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজন শিক্ষক আহত হয়েছেন।

শুক্রবার সকালে নওগাঁ সদর উপজেলার বাবলাতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকরা প্রশিক্ষণ নিতে সিএনজিতে করে একটি মাদরাসায় যাচ্ছিলেন।
নিহত শিক্ষকরা হলেন, নিয়ামতপুর উপজেলার আমকুড়া আশরাফুল উলুম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (বাংলা) মো. লেলিন সরকার (২৭), বেলকাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মো. মকবুল হোসেন (৫৭), পানিহাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) দেলোয়ার হোসেন (৪৫), গুজিশহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) জান্নাতুন ফেরদৌস (৩৫) এবং সিএনজি চালক সেলিম (৪৫)।

এঘটনায় কড়িদহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) নুরজাহান বেগম (৩০) আহত হয়েছেন।

সাম্প্রতিক