ভালুকায় ট্রাকচাপায়  আওয়ামী লীগ নেতার মৃত্যু

ভালুকায় ট্রাকচাপায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ভালুকায় উল্টো পথে আসা ইটবোঝাই ট্রাকচাপায় আব্দুল হামিদ পাঠান (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আব্দুল হামিদ পাঠান পৌর শহরের দুই নং ওয়ার্ডের বাসিন্দা ও ভালুকা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, রাতের খাবার খেয়ে চা পান করতে বাসা থেকে বের হয়েছিলেন হামিদ। বাসায় ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে হামিদ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।