প্রধানমন্ত্রী সেতুর টোল দেয়ার মাধ্যমে পদ্মার আয়ের হিসেব শুরু

প্রধানমন্ত্রী সেতুর টোল দেয়ার মাধ্যমে পদ্মার আয়ের হিসেব শুরু

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ   পদ্মা সেতু উদ্বোধন করার পর গাড়ি বহর নিয়ে পদ্মা পাড়ি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নিজ হাতে টোল দেন তিনি। এই অর্থের মাধ্যমে পদ্মার আয়ের হিসেব শুরু হয়। সেতু কর্তৃপক্ষের বরাতে জানা যায়, শেখ হাসিনাকে টোল গুণতে হয়েছে ৭৫০ টাকা। বহরের সবকটি গাড়ির টোলও দেন তিনি। এজন্য তার গুণতে হয়েছে ১৬ হাজার ৪০০ টাকা।

আজ শনিবার বেলা ১২টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাংলাদেশের বিস্ময়কর সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী মঞ্চের বেদিতে বাটন চেপে বহুল আকাক্সিক্ষত পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি। এরই সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গোটা দেশ। বর্ণিল উৎসব শুরু হয়ে যায় পদ্মার দুই পাড়ে।