You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জুয়াড়ি, খুনের মামলায় ৯ আসামীসহ ২১ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুরিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ এই অঞ্চলের আইন শৃংলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার, মাদকমুক্ত করণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ১০ জুয়াড়ি, খুনের মামলায় ৯ আসামীসহ কে গ্রেফতার করা হয়।
ইন্সপেক্টর ওয়াজেদ আলী এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার রঘুরাম আসামীদের নিজ নিজ সাকিন হতে হত্যাকান্ডে জড়িত থাকায় মামলার আসামী কোতোয়ালীর রঘুরামপুরের (পূর্বপাড়া) হাবিবুর রহমান ওরফে হবি(৪০) .মফিদুল ইসলাম (৭০), রোকেয়া বেগম (৩৮), শহিদুল ইসলাম(৪০). শাহেদা বেগম (৪৮), মনোয়ারা বেগম (৫০), হেলাল উদ্দিন(৩০), .নূরুল আমিন(৩৫), রাঘবপুরের (লম্বাবাড়ী), সাফিয়া খাতুন(৩০) কে গ্রেফতার করেন এবং এজাহারনামীয় ০১নং আসামী মজিবর রহমান ওরফে মজি(৪৪), পিতা- মফিদুল ইসলাম, সাং-রঘুরামপুর (পূর্বপাড়া), সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বিরুদ্ধে C/W ইস্যুর আবেদন করা হয়েছে।
এসআই(নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার নওমহল সাকিনস্থ জনৈক সবুর মিয়া(৪৫) এর ৫ম তলা বাসার ৩য় তলায় সিড়ির ডান পার্শ্বে রুমের ভিতর পাকা ফ্লোরের উপর জুয়া খেলারত অবস্থায় নিন্ম বর্নিত আসামীদের গ্রেফতার করা হয়। নেত্রকোনার -দূর্গাপুর বড় গ্রামের শ্রী সজিব (৫০), এপি-কালীবাড়ী কবরখানা রোড, ময়মনসিংহ-কোতোয়ালী, শেরপুর নকলা, বাছুর আলগা গ্রামের মোঃ নাজির উদ্দিন (৫২), এপি-নওমহল, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ কোতোয়ালী খাগডহরের আব্দুল আজিজ (৫২), জামালপুর, সদরের ভালুকার উসমান গনি(৪০), , এপি-মাদারগঞ্জ উপজেলা হাসপাতাল কোয়ার্টার, থানা-মাদারগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ -তারাকান্দা, মালিডাঙ্গার শ্রী সুবির পন্ডিত (৪৫), এপি-আর.কে মিশন রোড, কোতোয়ালী, ময়মনসিংহ নেত্রকোনা, দূর্গাপুর সুতিয়াপাড়ার জামাল(৫০),. এপিসাং-৩৩৫, চরপাড়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ। আসামীদের নিকট হতে নিন্মবর্নিত আলামত উদ্ধার করা হয়। নগদ ১০১০/- (এক হাজার দশ) টাকা যার মধ্যে ১০০/-টাকার নোট ৭টি, ৫০/-টাকার নোট ১টি, ২০/-টাকার নোট ৯টি, ১০/-টাকার নোট ৮টি ২। জুয়া খেলায় ব্যবহৃত ৪৫ (পয়তাল্লিশ) টি তাস । পত্রিকার কাগজ ০৪ পাতা।
এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে কোতোয়ালী চুরখাই বাজার এলাকা হইতে অপহরন পুরাতন মামলায় এজাহারনামীয় ০১নং আসামী -চুরখাইয়ের মোঃ সাগর হাসান(১৯)’কে গ্রেফতাতর করা হয়।
এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে এএসআই সুজন চন্দ্র সাহা সহ অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বন্দমদলস্থ জণেক ওয়াজি উল্লাহর পতিত জমি হতে জুয়া খেলারত অবস্থায় নিন্ম বর্নিত আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন -চুরখাই, ব্রাক অফিসের পিছনে জাহাঙ্গীর আলম কাইলা(৩৮), বন্দমদলের মনিরুজ্জামান মনির (২৪), চকনজুর মারুফ(২২), চুরখাই, জামতলার সাগর হাসান বাবু (২২) ।
আসামীদের নিকট হতে নিন্মবর্নিত আলামত উদ্ধার করা হয়। ১। নগদ ৬৭০/- (ছয়শত সত্তর) টাকা যাহার মধ্যে ১০০/-টাকার নোট ০২টি, ৫০/-টাকার নোট ০৪টি, ২০/-টাকার নোট ০৬টি, ১০/-টাকার নোট ১৫টি। জুয়া খেলায় ব্যবহৃত ৫২ (বায়ান্ন) টি তাস যার প্রতিটি তাসের কভার পৃষ্ঠায় ঘড়ির ছবি। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।