হত্যা মামলার আসামীরা নান্দাইল ছাত্রলীগের নেতৃত্বে প্রতিবাদে সংবাদ সম্মেলন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের নান্দাইলে আওয়ামীলীগ নেতা আবুল মুনসুর ভূঁইয়া হত্যা মামলার আসামীদের কে নব গঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নান্দাইল উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নব গঠিত নান্দাইল উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও নিহত আওয়ামীলীগ নেতা আবুল মুনসুর ভূঁইয়ার ছেলে হেফজুল আলম ভূঁইয়া রাজীব।

তিনি বলেন নব গঠিত কমিটির সভাপতি তৌফিকুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ ২০১৪ সালে আমার বাবা আওয়ামী লীগ নেতা মনসুর ভূইয়া হত্যা মামলার তালিকাভুক্ত আসামী। মামলাটি আদালতে বিচারাধীন আছে। এছাড়াও তাদের ছাত্রলীগ করার বয়স উত্তীর্ন হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলেন এই দুইজনকে এই কমিটি ঘোষণা থেকে বাদ না দিলে অচিরেই নব গঠিত কমিটির সহ সভাপতি হেফজুল আলম ভূঁইয়া রাজীব সহ আরও দশজন কমিটি থেকে পদত্যাগ সহ আন্দোলনের ডাক দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চন্ডীপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসান জয়, ছাত্রলীগ নেতা জনি, তুহিন সহ আরও শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী।

কমিটির বিষয়ে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, আমাদের জানা মতে যারা সভাপতি সাধারণ সম্পাদক হয়েছেন তারা অত্যন্ত পরিশ্রমী এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই। তাছাড়া স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ভাইয়ের অনুরোধ ও জোর সুপারিশের কারণে তাদেরকে সভাপতি সম্পাদক করা হয়েছে।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার সন্ধায় তৌফিকুল ইসলাম মামুনকে সভাপতি ও শাহ মাহমুদুল হক সৌরভ কে সাধারণ সম্পাদক ঘোষণা করে এক বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন জেলা ছাত্রলীগ। কমিটি ঘোষণা হওয়ার পর থেকে ক্ষোভে ফেটে পড়ে আওয়ামী লীগ নেতা নিহত মনসুর ভূইয়ার পরিবারের সদস্য ও পদ বঞ্চিত ছাত্রলীগ নেতা কর্মীরা।##