স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ নেত্রকোনা জেলার পূর্বধলায় আলোচিত ও চাঞ্চল্যকর ৬ বছরের শিশু ধর্ষণ মামলার আসামীকে গত ২৯ জুন অনুমান রাত সাড়ে ৮টায় পূর্বধলা চৌরাস্তা বাজার হতে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৮ জুন ২০২২ দুপুর ১২টায় দিকে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার আগমারগেন্ডা গ্রামের জনৈক মো: চাঁন মিয়া ওরফে কাশেম এর পুত্র আসামী মো: রুবেল মিয়া (২৫) একই এলাকার ছয় বছরের কন্যা-শিশু (ভিকটিম)’কে
আসামীর নিজ বাড়িতে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধ জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ফলে ভিকটিম শারীরিকভাবে অসুস্থ ̈ হয়ে পড়লে ধর্ষণকারী মো: রুবেল মিয়ার বিরুদ্ধে ভিকটিম এর পিতা বাদী হয়ে গত ২৯ জুন ২০২২ রাতে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে।
জানা যায়, আসামী এবং উক্ত মামলার ভিকটিমের বাড়ি একই এলাকায়। তারা পরষ্পর প্রতিবেশী। ভিকটিম বর্তমানে শিশু শ্রেণীতে পড়ালেখা করে। স্কুল বন্ধ থাকায় ঘটনার দিন সে বাড়িতেই ছিলো। ভিকটিমের পিতা-মাতাও সেদিন বাড়িতে ধান ভাঙ্গানোর কাজ করছিলো। ধান ভাঙ্গানোর কাজের জন্য কয়েকটি বস্তা উক্ত আসামীর মায়ের নিকট হতে নেওয়া হয়েছিলো। কাজ শেষে বস্তাগুলো ফেরত দেবার জন ̈ ভিকটিমের মা আসামী মো: রুবেল মিয়া’র বাড়িতে গিয়ে দেখতে পায়, আসামী তার ছয় বছরের কন্যা-শিশু (ভিকটিম)’কে নিয়ে আপত্তিকর অবস্থায় খাটে শুয়ে আছে। তখন আসামী ভিকটিমের মা’কে দেখেই দৌড়ে ঘর থেকে পালিয়ে যায়। এরপর ভিকটিমের পিতা-মাতা ধর্ষণের বিষয়টি ̄স্থানীয় গণমান্য ব্যক্তিকে জানায় এবং নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করে।
এরই ধারাবাহিকতায়, আলোচিত ও চাঞ্চল্যকর এই ঘটনার প্রেক্ষিতে র্যাব-১৪ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুন নেত্রকোনার পূর্বধলা থানার পূর্বধলা চৌরাস্তা বাজার হতে উক্ত মামলার এজাহারনামীয় আসামী মো: রুবেল মিয়া (২৫) পিতা- মো: চাঁন মিয়া ওরফে কাশেম, সাং- আগমারগেন্ডা, থানা- পূর্বধলা, জেলা- নেত্রকোনা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীকে নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।