ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য

ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে দেবদাস ভট্টাচার্য্যকে। ৩০ জুন বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

এর আগে দেবদাস ভট্টাচার্য্য রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার তপস্বীপাড়ার প্রয়াত দুর্গেশ রঞ্জন ভট্টাচার্য্য ও প্রয়াত রাজলক্ষী ভট্টাচার্য্য দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন দেবদাস ভট্টাচার্য্য। ব্যক্তিগত জীবনে তিনি ৩ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক।  দেবদাস ভট্টাচার্য্য বেশ কিছু বইও লিখেছেন। যার মধ্যে রয়েছে মনে মেঘের ছায়া, জননী জন্মভূমি আইনসংক্রান্ত ফৌজদারী মামলার তদন্ত ও তদন্ত তদারকী।

দেবদাস ভট্টাচার্য্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ১৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালে এএসপি হিসেবে পুলিশে যোগদান করেন। সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি, সিলেট ও সিআইডিতে। পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন সিআইডিতে। আরআরএফ সিলেট কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

LATEST POSTS