ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে করোনায় এক বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে করোনায় এক বৃদ্ধের মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে বিগত চার মাস পর করোনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।এছাড়া আইসিইউতে চিকিৎসাধীন একজনসহ করোনা ইউনিটের ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভ। রোববার (০৪ জুলাই) সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ইউনিটটিতে গত ২৮ ফেব্রুয়ারি সবশেষ এক শিশুর মৃত্যু হয়েছিল।

ডা. মুন জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় নেত্রকোণার মোহাম্মদ খান (৭২) নামে এক ব্যক্তি মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯ জন। আর ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ১০১ জন। এছাড়া করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন। ##

মতিউল আলম