বিএমটিভি নিউজ ডেস্কঃ নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর সময় দায়িত্বে অবহেলার কারণে মির্জাপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. মোরসালিনকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার তদন্ত কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ওসি মাহামুদুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. মোরসালিনকে মির্জাপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নড়াইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।