
You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজঃ ৩৩ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক নান্দাইল উপজেলা চেয়ারম্যান : সিরাজুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বিশেষ জজ আদালত। এ সময় বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান এই আওয়ামীলীগ নেতা। কিন্তু আদালতের বিজ্ঞ বিচারক আসামি পক্ষের এই আবেদন না মঞ্জুর করে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৭ আগষ্ট স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেন। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ বিশেষ জজ আদালতের বিজ্ঞ বিচারক শাহাদাত হোসেন এই আদেশ দেন।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন দূর্নীতি দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ৩৩ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম ভুইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে (দুর্নীতি দমন কমিশন) দুদক।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) এবং ৪(৩) ধারায় এই মামলাটি দায়ের হয়।
মামলার অভিযোগে জানা যায়, মামলার আসামী সিরাজুল ইসলাম ভুইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও সরকারী অর্থ সম্পদ আতœসাৎ করে জ্ঞাত আয় বর্হিভূত এই সম্পদ অর্জন করেছেন। ফলে ওই সম্পদ অর্জনে বৈধ কোন আয়ের উৎস এবং প্রমান দাখিল করতে ব্যর্থ হয়েছেন তিনি।
পরে ওই বছরের ২০ আগষ্ট বিজ্ঞ আদালত থেকে জামিন নেয় আওয়ামীলীগ নেতা মো: সিরাজুল ইসলাম ভুইয়া। সর্বশেষ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদক ময়মনসিংহের তৎকালীন সহকারি পরিচালক একেএম বজলুর রশিদ এই আওয়ামীলীগ নেতাকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জসীট দাখিল করে।
এবিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: সিরাজুল ইসলাম ভুইয়া বলেন, আমার বিরুদ্ধে স্থানীয় একটি মহল ষড়যন্ত্র করে এই মামলাটি করিয়েছে।
তিনি দাবি করেন, মামলার তদন্তে সরকারি অর্থ আত্মসাতের কোন প্রমান নেই। একটি জমি কেনার সময় আমার কিছু টাকা ঋন ছিল, ওই সংক্রান্ত স্ট্যাম্প রয়েছে। কিন্তু তদন্তে ওই স্ট্যাম্প প্রমাণ হিসেবে গ্রহন করা হয়নি।
এদিকে আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম ভুইয়া দুদকের মামলায় খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে উপজেলাজুড়ে। এনিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনায় দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।####