ময়মনসিংহে তাইজুদ্দিন হত্য মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

ময়মনসিংহে তাইজুদ্দিন হত্য মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে ত্রিশাল থানার তাইজুদ্দিন হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড এবং দশ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। একই সাথে অর্থদন্ড অনাদায়ে প্রত্যেক আসামিকে আরও ছয় মাসের স্বশ্রম কারাদন্ডে দন্ডিত করার আদেশ দেওয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- অহিদ মিয়া (৩৮), মোবারক হোসেন (৩৬) এবং মজনু মিয়া (২৬)। দন্ডপ্রাপ্তরা সবাই ত্রিশাল উপজেলার কোনাবাড়ী ও সাখুয়া গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আসামি মোবারক হোসেন বর্তমানে পলাতক রয়েছে। তবে অপর দুই আসামির উপস্থিতি আদালত এই রায় ঘোষনা করেন। আজ মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: হেলাল উদ্দিন এই রায় ঘোষনা করেন।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সোহরাব উদ্দিন খান। তিনি জানান, ২০১২ সালের ১১ আগষ্ট ত্রিশাল থানার কোনাবাড়ী নদীরপাড় এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

পরে ত্রিশাল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শাহীনূর আলম এই হত্যাকান্ডের রহস্য উদ্ধার করে জানতে পারে নিহতের নাম তাইজুদ্দিন(২২)। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা এই হত্যাকান্ডের সাথে জড়িত তিন জনকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করে। পরবর্তীতে নিহতের বাবা মৃত নূরুল ইসলাম বাদি হয়ে পৃথক একটি হত্যা মামলা দায়ের করলে আসামি মোবারক হোসেন এই হত্যাকান্ডের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ওই মামলার র্দীঘ তদন্তে এবং স্বাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিদের যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ডের আদেশ দেয় বলেও জানান অ্যাডভোকেট সোহরাব উদ্দিন খান। ###

মতিউল আলম