স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের তারাকান্দায় পৃথক জায়গা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তারাকান্দা উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেফটি ট্যাঙ্ক থেকে নিখোঁজ অটোচালকের মরদেহ এবং বটতলা নামক স্থানে রাস্তা পাশের ডোবা থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মরদেহ দুইটি উপজেলার বালিখাঁ ইউনিয়নের দাদরা গ্রামের শাহজাহানের পুত্র অটোচালক সামাদ মিয়া(১৫) এবং গালাগাঁও ইউনিয়নের মাইলোরা গ্রামের মৃত সাধু রবিদাসের স্ত্রী ফুলজানি রবিদাসের(৬০) বলে জানা গেছে।
অটোচালক সামাদের দাদা হযরত আলী জানান, গতকাল ৪জুলাই প্রতিদিনের মত অটো নিয়ে বের হয় সামাদ। রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন এবং এলাকাবাসী সামাদকে খুঁজতে শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে রাতেই থানায় একটি সাধারণ ডায়েরী করেন তারা। মঙ্গলবার সামাদকে খোঁজখুজির এক পর্যায়ে সকালে সামাদের অটোরিকশাটি পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের পাশে এবং বিদ্যালয়টির সেফটি ট্যাঙ্কের একটি অংশ ভাঙ্গা দেখতে পান তারা। ভাঙ্গা অংশ দিয়ে ভিতরে একটি মরদেহের পায়ের অংশ দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী থানায় খবর দিলে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
এদিক ময়মনসিংহ- শেরপুর সড়কে তারাকান্দা উপজেলার বটতলা নামক স্থানে রাস্তার পাশের ডোবায় এক মহিলার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, অটোচালক সামাদ ও বৃদ্ধা ফুলজানি মরদেহ দুইটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।