শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হতে চান সংসদ সদস্যরা

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হতে চান সংসদ সদস্যরা

July 7, 2022 87 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ
নিজ নিজ নির্বাচনী এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হতে চান সংসদ সদস্যরা। এক্ষেত্রে বড় বাধা উচ্চ আদালতের দেওয়া রুল। সেই রুলের বিরুদ্ধে দায়েরকৃত আপিল দ্রুত নিষ্পত্তি করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটি সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পদে সংসদ সদস্যদের মনোনয়ন বা নিয়োগকে অবৈধ ঘোষণা করে ২০১৬ সালে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, গভর্নিং বডি নিয়োগকারী কর্তৃপক্ষের পদমর্যাদা, সংসদ সদস্যের নিচের পদমর্যাদার। সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত সংসদ সদস্য যদি গভর্নিং বডির সভাপতি হন তাহলে কার্যত ওই গভর্নিং বডি এক ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত হতে বাধ্য। এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ফাজিল ও কামিল মাদরাসা, সব শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে স্থানীয় সংসদ সদস্যদের সভাপতি হিসেবে নিয়োগ বা মনোনয়ন সংবিধানের মূল উদ্দেশ্যের সহিত সাংঘর্ষিক। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও এখনো নিষ্পত্তি হয়নি। বিষয়টি নিয়ে একাধিক সংসদীয় কমিটির পক্ষ থেকে আগেও তাগাদা দেওয়া হয়েছে।
এদিকে বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে তদারকির ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রণালয়কে এ বিষয়ে মনিটরিং কার্যক্রম জোরদার করার সুপারিশ করা হয়।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দুই হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারি করায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম ও আরমা দত্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক