ময়মনসিংহে এবার ঈদের আনন্দ ম্লান হতে পারে পাটগুদাম ব্রীজ মোড় ও দীগারকান্দা বাইপাসে

ময়মনসিংহে এবার ঈদের আনন্দ ম্লান হতে পারে পাটগুদাম ব্রীজ মোড় ও দীগারকান্দা বাইপাসে

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ। ঈদের ছুটিতে কর্মস্থল থেকে ঘরে ফেরা মানুষের আনন্দ এবার ম্লান হতে পারে ময়মনসিংহের অন্যতম প্রবেশদ্বার নগরীর পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রীজ মোড় ও দীঘারকান্দা বাইপাস সড়কে। এর বাইরে ঢাকা ময়মনসিংহ চারলেন মহাসড়কের সিডষ্টোর, ভালুকা, ত্রিশাল, বৈলর ও চুরখাইসহ শম্ভুগঞ্জের চায়নামোড় ও রঘুরামপুর মোড়েও দূপাল্লার যাত্রীদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। নগরীর পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রীজ মোড়ের প্রধান সড়কের একলেন দখল করে দূরপাল্লার পরিবহন সার্ভিসগুলো দাড়িয়ে যাত্রী উঠানামার কারনে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। ঈদে যানবাহনের চাপ বাড়ায় এই যানজট অসহনীয় হয়ে উঠেছে। এসময় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জ থেকে রেফার্ড হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা রোগীরা। দীগারকান্দা বাইপাসসহ সড়কের বিভিন্ন পয়েন্টে খান্দাখন্দ ছাড়াও চারলেন মহাসড়কের সড়কের দুই পাশের দুইলেন দখল করে কাভার্ডভ্যান, বালু ও পন্যবাহী ট্রাক পার্কিং এবং মহাসড়কের ওপর অনুমোদনহীন সিএনজি, মাহিন্দ্র ও এম্বুলেন্স ষ্ট্যান্ড গড়ে উঠায় এবারের ঈদে এমন আশঙ্কা করা হচ্ছে। সমস্যা সমধানে ঈদ উপলক্ষে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সাথে একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনার কথা দিলেও বৃহস্পতিবার পর্যন্ত এর কোন প্রতিফলন দেখা যায়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দূরপাল্লার যাত্রীসহ রোগীর স্বজনেরা। আর হতাশার সুরে কথা বলেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তরা। ময়মনসিংহ নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন এরকম অব্যবস্থাপনা মেনে নেয়া যায়না। তবে এ নিয়ে নির্বিকার ক্ষমতাসীন সরকার দলীয় স্থানীয় নেতৃবৃন্দ।
পরিস্থিতি সরেজমিন দেখতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ও ম্যাজিষ্ট্রেটকে সাথে নিয়ে নগরীর পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রীজ মোড়ে আসেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। সাথে ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বী। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের চোখের সামনেই সড়কের একলেন দখল করে দূরপাল্লার যানবাহন যাত্রী উঠানামা করছিল। তবে এসময় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কোন নেতাকে দেখা যায়নি। তাদের মোবাইল ফোনও এসময় বন্ধ পাওয়া যায়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও যানজট সম্পর্কিত আলাদা সভায় পরিবহন মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন মন্তা, মহাসচিব মাহবুবুর রহমান এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. চানু পাটগুদাম ব্রীজ মোড়ের সড়কের ওপর দাড়িয়ে কোন দূরপাল্লার বাস যাত্রী উঠানামা করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে রাস্তা বন্ধ করে দূরপাল্লার বাস যাত্রী উঠানামা করাচ্ছে। এসময় নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জগামী যানবাহন উল্টোপথে যেতে বাধ্য হয়েছে। ফলে বৃহস্পতিবার পাটগুদাম ব্রীজ মোড়ে সড়কের নিয়ন্ত্রণ ব্যবস্থা ও শৃঙ্খলা ভেঙ্গে পড়ে। এর প্রভাবে নগরীর কেওয়াটখালি, পাদ্রী মিশন রোড ও পাটগুদাম র‌্যালী মোড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের।
শুক্র ও শনিবার এই যানজট পরিস্থিতি আরও তীব্র আকার ধারন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এবারের ঈদে ঘরে মানুষের আনন্দ ম্লান হতে পারে এখানে। যানজট পরিস্থিতি সহনীয় রাখতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট গত কয়েকদিনে দুই দফায় পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রীজ মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেশ কয়েকটি যানবাহনকে জরিমানা করার পর স্থানীয় পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধের হুমকিতে পিছু হটতে বাধ্য হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বৃহস্পতিবার সড়ক পরিদর্শন শেষে ময়মনসিংহের অতিরিক্ত পুুলিশ সুপার ফজলে রাব্বী জানান, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ সভায় কথা দিয়ে আসার পর যানজটের এমন চিত্র দেখা দুঃখজনক। ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, ঈদে ঘরে ফেরা মানুষকে স্বস্থি দিতে প্রয়োজনে সড়কে অতিরিক্ত ফোর্স মোতায়েনসহ ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি জরিমানা আদায়ের উদ্যোগ নেয়া হবে। ###

LATEST POSTS