You must need to login..!
Description
স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ময়মনসিংহের বিভিন্ন মসজিদ ও মাঠে জেলার দুই হাজারেরও বেশি স্থানে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল আটটায় কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে অংশগ্রহণ করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক এনামুল হকসহ সকল ধর্মপ্রাণ মুসলমানগণ। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করান ইমাম মোস্তফা সারোয়ার। এ ছাড়াও শহরের বড় মসজিদ, আকুয়া মার্কাজ মসজিদ, চরপাড়া জামিয়া ইসলামিয়া, সেনানিবাস জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ জেলার দুই হাজারেরও বেশি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘ঈদুল আজহায় আমাদের এই কাম্য হোক, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট, সুনামগঞ্জসহ দেশের অন্যান্য জায়গার মানুষ যেন ঘুরে দাঁড়াতে পারে।’