উবায়দুল হক, ‘ঈদ আনন্দ থেকে বঞ্চিত শফিকুলের পরিবার। সবাই যখন আনন্দ করছে তখন তার তিন শিশু সন্তান শুধু কান্নাকাটি করে যাচ্ছে। মাকে ছাড়া তারা কিছুতেই থাকতে চাচ্ছে না। কোনোভাবেই আমি তাদের সান্ত্বনা দিতে পারছি। ঈদে সন্তানদের ছাড়া তাদের মা অন্য কারও কাছে থাকবে এটা কখনো কল্পনাও করিনি। আমার পরিবারের সব আনন্দ কেড়ে নিয়েছে ভণ্ড ফকির খেতা শাহ।’
আক্ষেপ আর কষ্ট নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ময়মনসিংহের তারাকান্দার শফিকুল ইসলাম। স্ত্রীকে নিয়ে নিরুদ্দেশ হয়ে শফিকুলের সংসারের সবকিছু ওলটপালট করে দিয়েছে কথিত ফকির খেতা শাহ। তাই মা ছাড়া তিন সন্তানকে নিয়ে ঈদের সময়টা কাটছে বিরহ বেদনায়।
শফিকুল বলেন, ১১ বছর বয়সী বড় ছেলে কিছুটা মেনে নিতে পারলেও ৯ বছর ও ৭ বছর বয়সী দুই মেয়েকে কোনোভাবেই বোঝাতে পারছি না। এদিকে আমিও প্রচণ্ড জ্বরে ভুগছি। তাই স্ত্রীকে খুঁজতে পারছি না।
জানা গেছে, দেড় মাস আগে কথিত ফকির খেতা শাহকে বাড়ির বারান্দায় আশ্রয় দেন শফিকুল। স্ত্রীকে বলেছিলেন ভালোভাবে আপ্যায়ন করতে। সবকিছু ভালো ভাবেই চলছিল। গত ২২ জুন দুপুর ১২টার দিকে শফিকুলের স্ত্রী বাবার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায় যাওয়ার কথা বলে খেতা শাহকে নিয়ে লাপাত্তা হন দুইজনই।
একদিন পর খেতা শাহের নামে থানায় লিখিত অভিযোগ দেন শফিকুল ইসলাম। শুক্রবার রাত ১২টার দিকে তার অভিযোগ মামলা হিসেবে নথিবদ্ধ করা হয়। কিন্তু এখনো পাওয়া যায়নি তাদের।