বগুড়ায় টিএমএসএসের উদোগে  ২৫ হাজার জনের মধ্যে কোরবানির মাংস বিতরণ 

বগুড়ায় টিএমএসএসের উদোগে ২৫ হাজার জনের মধ্যে কোরবানির মাংস বিতরণ 

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম ।।  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস এর উদ্যোগে ১১ জুলাই টিএমএসএস চত্বরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকার অসহায়,গরীব,দুঃস্থ টিএমএসএসের লেবার,শ্রমিক,আয়া,পিওন ও অন্যান্য অফিসসহ নিম্ন আয়ের ২৫ হাজার জনকে কোরবানির মাংস বিতরণ করা হয়।


টিএমএসএসের পরিচালনা পর্ষদের সভাপতি গুলনাহার পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাংস বিতরণ করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএসের পরামর্শক মোঃ আসাদুর রহমান,টিএমএসএসের প্রোগ্রামার মোহাম্মদ আলী প্রমুখ। টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম এর সার্বিক তত্ত্বাবধানে কোরবানির ৫৭টি ষাঁড় ও ২০টি খাসির মাংস বিতরণ করা হয়।

এ সময় টিএমএসএসের পরিচালক প্রোগ্রাম ২ আব্দুস সালাম,নিশিন্দারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ জুলফিকার সরকার,সিনিয়র সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ,মোঃ হুমায়ুন কবির,টিএমএসএসের কর্মকর্তা,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,গন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,মোঃ আব্দুল হান্নান ও মোঃ রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।