ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ১ জন নিহতঃ  ২ শিশু আহত

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ১ জন নিহতঃ ২ শিশু আহত

July 12, 2022 85 Views

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ  , ময়মনসিংহ মহানগরীর মিন্টু কলেজ রেলগেইট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রাশেদ মিয়া (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এসময় আরও দুই শিশু ট্রেনের ছাদ থেকে পড়ে গেছে। মঙ্গলবার (১২ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রাশেদ মিয়া জামালপুর মেলান্দহ উপজেলার নাজির সোনাড় মিয়ার ছেলে। সে ঢাকায় শ্রমিকের কাজ করতেন। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি মহানগরীর মিন্টু কলেজ রেলগেইট সংলগ্ন এলাকায় যেতেই ট্রেনের ছাদ থেকে নিহত রাশেদ মিয়াসহ আরও দুই শিশু পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদ ট্রেনে কাটা পড়ে মারা যায়। শিশু দুটি অক্ষত অবস্থায় থাকলেও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। তবে, ওই দুই শিশুর সাথে রাশেদ মিয়ার আত্মীয়তার সম্পর্ক আছে কিনা বিষয়টি জানতে পারেননি।
তিনি আরও বলেন, ছাদ থেকে কিভাবে পড়ে গেছে বিষয়টি জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে ওই দুই শিশুকে বাঁচাতে গিয়ে তিনজনই ছাদ থেকে পড়ে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলেছেন, ইন্টারনেটের তারে জড়িয়ে গিয়ে পড়ে যায়। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৮/৯ বছরের একটি কন্যা শিশু কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে আছে। তার নাম খাদিজা (৯), পিতার নাম আতাব আলী, গ্রাম মাটি খলা, শেরপুর সদর বলে জানা গেছে। আহত খাদিজা তার বাবা-মার জন্য কান্না করছে। ##

সাম্প্রতিক