ময়মনসিংহে জুয়া খেলায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে যুবক হত্যা ঃ খুনী টিপু গ্রেফতার

ময়মনসিংহে জুয়া খেলায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে যুবক হত্যা ঃ খুনী টিপু গ্রেফতার

July 12, 2022 98 Views

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে জুয়া খেলায় বাধা দেওয়ায় বাকৃবির অস্থায়ী বাবুর্চি ঋতিক মিয়া (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে শহরের চকছত্রপুর এলাকায় এই খুনের ঘটনা ঘটে। ঘটনার ৪ ঘন্টার মধ্যে কোতোয়ালী পুলিশ জড়িত মুল হোতা টিপুকে গ্রেফতার করেছে। এঘটনায় নিহতের বাবা মিলন মিয়া বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


পরিবারের উদ্ধৃতি দিয়ে ওসি শাহ কামাল আকন্দ জানান, বিকেলে পাচটায় জুয়া খেলায় বাধা দেওয়ায় নিহত যুবকের বাবা মিলন মিয়ার সাথে ঝগড়া হয় একই এলাকার টিপু (২৩) নামে এক যুবকের। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করা হয়। কিন্তু রাত আটার দিকে জনৈক মধুর চায়ের দোকানের পিছনে ঋতিককে পিছন থেকে পিঠে ছুরিকাঘাত করে টিপু। পরে আহত রক্তাক্ত অবস্থায় ঋতিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আনার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঋতিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়লের একটি ছাত্রাবাসে অস্থায়ী পাচক হিসেবে কাজ করেন । আর টিপু পেশায় রাজমিস্ত্রি।
খবর পেয়ে ময়মনসিংহ কোতুয়ারি মডেল থানার ওসি মো শাহ কামাল আকন্দ ঘটনাস্থল পরির্দশন করেছেন।ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে আসামী টিপুকে গ্রেফতার করেছে। । ঋতিক ওই এলাকার মিলন মিয়ার ছেলে আর টিপু শফিক মিয়ার ছেলে। ####

সাম্প্রতিক