ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু

July 18, 2022 79 Views

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ হয়ে তারা ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (১৮ জুলাই) দুপুরে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় ইউনিটটিতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৮০) ও একই উপজেলার আবুল কাশেম (৭০) মারা গেছেন।

তিনি আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ রয়েছেন ৮ জন। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।##

সাম্প্রতিক