আগামী ২১ জুলাই ময়মনসিংহে ২৮৭টি জমিসহ ঘর পাচ্ছেন ভুমিহীন ও গৃহহীন পরিবার

আগামী ২১ জুলাই ময়মনসিংহে ২৮৭টি জমিসহ ঘর পাচ্ছেন ভুমিহীন ও গৃহহীন পরিবার

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ  সারাদেশের ন্যায় আগামী ২১ জুলাই ময়মনসিংহ জেলায় ৩য় পর্যায়ে (২য় ধাপে) ২৮৭টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের জমিসহ ঘর হস্তান্তর করা হবে। একই সাথে উপকার ভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হবে। ঐদিন বৃহস্পতিবার সকাল ১০ টায় গণ ভবন থেকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চরভেলামারি আশ্রয়ণ প্রকল্পে ভার্চুয়ালে সরাসরি যুক্ত থেকে ভুমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। আজ ১৯ জুলাই দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এসব তথ্য জানান। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী প্রমুখ। জেলা প্রশাসক আরো জানান, ঐদিন ময়মনসিংহ জেলার ফুলপুর, ফুলবাড়িয়া, নান্দাইল ও ভালুকা এই ৪টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, এসব উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা পর ভুমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া গেলে ঘর দেয়া হবে।
উল্লেখ্য ২১ জুলাই বৃহস্পতিবার জেলায় ২৮৭টি ঘর এর সদরে ৫৫টি, মুক্তাগাছায় ৬৩টি, ফুলবাড়ীয়া ১৯টি, ত্রিশাল-৫টি, গফরগাঁও ১৫টি, নান্দাইল ২১টি, ঈশ্বরগঞ্জ ৪০টি, গৌরীপুর ৭টি, ফুলপুর ১০টি, হালুয়াঘাট ২৯টি  ও ধো্বাউড়ায় ২৩টি। ##