সরকার সবার জন্য স্বাস্থ্য শিক্ষা বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে -বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার সবার জন্য স্বাস্থ্য শিক্ষা বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে -বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম ঃ
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এম.পি ১৯/৭/২২ তারিখ বগুড়ায় হোটেল মমইন-এ টিএমএসএস কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন,আমরা আজকে বাংলাদেশকে নিয়ে গর্ব করি।বাংলাদেশ বিনির্মানে সহযোগিতা করেছেন সর্বস্তরের দেশবাসী।এনজিও বলেন,দেশবাসী বলেন সবারই অংশগ্রহণ ছিল।এই বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সেই জন্য গড়েছি একটা অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ তৈরী করা।আমরা সবার জন্যই চাই একটা আশ্রয় কিম্বা গৃহ।দেশের সকলে শিক্ষা,স্বাস্থ্য পাবে এটাই ছিল আমাদের মূলনীতি,বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য। তিনি সরকারের উন্নয়নের বিষয় তুলে ধরে বলেন,আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি শুধু আমাদের প্রিয় নেত্রী নয় সারাবিশ্বের নিবন্ধিত নেতা। তাঁকে মাদার অব হিউম্যান সহ নানান উপাধীতে সারা বিশ্বে প্রশংসিত করছে।
মন্ত্রী আরো বলেন,বাংলাদেশের কোথাও সেই আসমানীর ছোট বাড়ী আর নেই। আমাদের প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন বদলে দিবেন বাংলাদেশকে,তিনি তাই করেছেন।এই সরকার সবার জন্য স্বাস্থ্য,শিক্ষা,বাসস্থান নিশ্চিত করতে দিনরাত কাজ করছে।সবার জন্য বাসস্থানের লক্ষ্যে নিশ্চিতের দ্বারপ্রান্তে এই সরকার।তিনি দেশের নারী উন্নয়নের ভূমিকা তুলে ধরে বলেন,নারী নেতৃত্ব এগিয়ে এসেছে,নারী-পুরুষ নেতৃত্বে সমতায় দেশ অনেক এগিয়েছে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার জন্যই হয়েছে।মন্ত্রী টিএমএসএস’র উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে বলেন,টিএমএসএস স্বাস্থ্য সেবা দিতে হাসপাতাল করেছে। প্রতিষ্ঠানটি সেই সাথে একটি ক্যান্সার হাসপাতাল করেছে। তিনি বলেন,সরকার একা সব কিছু করবে তা নয়।সরকার একটি নীতিমালা করে দিবে সে অনুযায়ী সবাই কাজ করবে।এটিই সরকারের লক্ষ্য।তেমনি টিএমএসএস কাজ করছে মানুষের আয় বর্ধনে ও শিল্প স্থাপনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছে।
সুধী সমাবেশে স্বাগত বক্তৃতায় টিএমএসএস’র নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বগুড়ায় উন্নয়নে প্রস্তাবনা তুলে ধরে তাঁর বক্তৃতায় বলেন,এলাকার মানুষের গণদাবি বগুড়ায় বিমান বন্দর চালু করন,বগুড়া শহরের মাঝখান দিয়ে রেল লাইন থাকায় সার্বিক উন্নয়ন ব্যহত হচ্ছে,তাই রেল লাইন শহরের বাহির দিয়ে সিরাজগঞ্জের সাথে সংযুক্তির আহবান জানান।এছাড়াও তিনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় কেন বগুড়ায় প্রয়োজন সেটি ব্যাখ্যা করেন।তিনি বগুড়ায় ইকোনমিক জোন হাইটেক ও আইসিটি পার্ক স্থাপনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বগুড়ায় ঐতিহাসিক মহাস্থানগড়ের উন্নয়নের মাধ্যমে পর্যটনের সম্ভাবনা ও বিকাশে সরকারের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী টিএমএসএস সুধী সমাবেশে বক্তব্য শেষে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের নিজস্ব অক্সিজেন প্লান্ট এর উদ্বোধন করেন।এছাড়াও তিনি টিএমএসএস পরিচালিত রিলিজিয়াস কমপ্লেক্স ও পুন্ড্র বিশ্ববিদ্যায় ক্যাম্পাস,মমইন বিনোদন জগৎ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান,বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার প্রমুখ।
সভাপতিত্ব করেন টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।এছাড়াও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসলের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু,রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন,বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডা.মকবুল হোসেন, জেলা প্রশাসক জিয়াউল হক, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী,বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ। অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমএসএস নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আব্দুল হান্নান ও ফারহানা শওকত।