
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলের মূল গেইটের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আবীর (১৮) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত আবীরের বাড়ি ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকার দিল রওশন জামে মসজিদ এলাকায়। তার বাবার নাম আবুল কালাম। আবুল কালাম ভাঙ্গারির ব্যবসা করেন।
নিহত আবিরের একাধিক রাজনীতি সহযোগী জানান, ময়মনসিংহ নগরের একটি পক্ষের সঙ্গে বিরোধ ছিল নিহত আবীরের। বিরোধের জের ধরে বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ময়মনসিংহ নগরের নয়াপাড়া এলাকায় আবীরকে একাধিক ব্যক্তিগত গাড়ি নিয়ে ধাওয়া করে প্রতিপক্ষ। পরে আবীর পালিয়ে যায়। বৃহস্পতিবার বিকালে ত্রিশালে আওয়ামী লীগের সম্মেলনস্থলে ধাওয়া করা ওই প্রতিপক্ষের সঙ্গে দেখা হয় আবীরের। পরে আবীর প্রতিপক্ষের কাছে গত রাতের ধাওয়া করার জানতে চায়। এ নিয়ে আবীরের সঙ্গে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। পরে কথা কাটাকাটির জের ধরে আবীরকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের পর আবীরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তার লাশ মর্গে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেলে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলছিল। সম্মেলন চলার সময় বিকাল সাড়ে চারটার দিকে নজরুল একাডেমির ডাকবাংলোর সামনে সড়কে এ হত্যারকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড সেটি জানা যায়নি।