ফুলবাড়ীয়ায় বিদ্যুতের আগুনে পুড়ে ছাই কৃষকের বসত ঘর

ফুলবাড়ীয়ায় বিদ্যুতের আগুনে পুড়ে ছাই কৃষকের বসত ঘর

BMTV Desk No Comments

ফুলবাড়ীয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আন্ধারিয়া পাড়ায় বিদ্যুতের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাছির মিয়া নামের কৃষকের বসত ঘর। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের আশ পাশের লোকজন দেখতে পায় আহমদ হাফেজের বাড়ির পাশের বাছির মিয়ার বসত ঘরে আগুনের লেলিহান। প্রতিবেশিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এতক্ষনে পুড়ে ছাই হয়ে যায় বাছির মিয়ার সকল অর্জন। তাদের মতে, ঈদে গরু বিক্রি করার নগদ ১ লক্ষ টাকা, ১০ মণ ধানের চাউল, ১ বস্তা ভূষি, ১টা সেলাই মেশিন, বাইসাইকেল, বই খাতা, কোরআন শরীফ সহ যাবতীয় কিছু। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।