গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ বসতঘরের জানালা দিয়ে স্প্রে করে একটি পরিবারের সদস্যদের অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে দুর্বত্তরা। এ ঘটনায় পাঁচজন অসুস্থ হয়েছে। শনিবার (২৩ জুলাই) গভীর রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা হাসপাতালের পেছনে সারোয়ার জাহান সোয়েবের (৪৪) বাসায়। পরিবারের সদস্যরা জানান, শনিবার গভীর রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা বাসার দুটি কক্ষের জানালা দিয়ে স্প্রে করে পরিবারের ৫ সদস্যকে অজ্ঞান করে। পরে রাত তিনটার দিকে পাশের আরেকটি কক্ষের জানালার গ্রীল কেটে বাসায় প্রবেশ করে ২ ভরি ওজনের একটি স্বর্নের নেকলেস, দুটি স্বর্নের গলার চেইন, ৪ জোড়া কানের দুল, ইলেকট্রিক সামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। সকালে পরিবারের অন্য সদস্যরা টের পেয়ে অসুস্থ ৫ জনকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।দূর্বৃত্তদের স্প্রেতে আহত গৃহকর্তা প্রবাসী মোঃ সারোয়ার জাহান সোয়েব (৪৪), কোহিনুর (২৯), মার্জিয়া আক্তার (২৫), সাহিদা আক্তার (৩১) ও শিশু জুনায়েদকে (১১) গফরগাঁও উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তাররা বাসায় পাঠিয়ে দিলেও এ রির্পোট লেখা পর্যন্ত বিকেল পৌনে ৬টা পর্যন্ত তারা বাসায় অজ্ঞান অবস্থায় রয়েছে।এ ব্যাপারে গফরগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।