কিশোরগঞ্জে সার কেলেঙ্কারি মামলায় ২ জনকে যাবজ্জীবন ও ৩ জনকে অর্থদণ্ডসহ ৭ বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জে সার কেলেঙ্কারি মামলায় ২ জনকে যাবজ্জীবন ও ৩ জনকে অর্থদণ্ডসহ ৭ বছরের কারাদণ্ড

July 24, 2022 112 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ  কিশোরগঞ্জের ভৈরবে সার কেলেঙ্কারির ঘটনায় দুদকের করা মামলায় বিএডিসির কর্মকর্তাসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এরমধ্যে দুজনকে যাবজ্জীবন ও তিনজনকে অর্থদণ্ডসহ সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৪ জুলাই) বিকেলে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ বিএডিসির সাবেক যুগ্ম-পরিচালক আহাদ আলী ও ভৈরবের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়াও সাত বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন- নরসিংদীর হাজিপুর নয়াপাড়ার মৃত ফজলু মিয়ার ছেলে মো. হারিছুল হক, কিশোরগঞ্জ অষ্টগ্রাম বাঙ্গালপাড়ার মৃত চুনীলাল রায়ের ছেলে লিটন রায় ও নরসিংদীর বেলাবোর মো. মজিবুর রহমান খানের ছেলে সারোয়ারুল আলম সবুজ।

দুদকের পিপি সঞ্জিব সরকার বলেন, ২০১৪ সালের ১৬ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরবে মজুদকৃত সার না থাকায় বিএডিসির যুগ্ম-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ শেখ বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলাটি করেন।

এরপর ২০১৫ সালের ১০ জুলাই দুদক মামলাটি তদন্ত করে আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। এরপর মামলার দীর্ঘ শুনানিতে বিজ্ঞ আদালত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।

তবে মামলা চলা অবস্থায় দুই আসামি খোরশেদ আলম ও রতন মিয়া মৃত্যুবরণ করায় আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দেন।

সাম্প্রতিক