ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুবককে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুবককে গলা কেটে হত্যা

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকেঃ  ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় জবাই করে আমান আলী (২৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) দিবাগত রাতের কোন এক সময় তাকে জবাই করে মাঝিপাড়ার আকাশমনি বাগানে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। সে কুশমাইল টেকিপাড়া গ্রামের সাহাব আলীর ছেলে। মঙ্গলবার থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ যুবককে জবাই করা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানান, মঙ্গলবার সকালে আকাশমনি বাগানে গলাকাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। দুপুরের দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। সে সময় লাশটি শনাক্ত করে এলাকাবাসী।
স্থানীয় চেয়ারম্যান আব্দুল বাতিন পুলু জানান, খুন হওয়া যুবক নেশাগ্রস্ত ছিল। তার নামে ইতিপূর্বে চুরি সহ নানা অসামাজিক কাজ কার্মে অভিযোগ ছিল।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, খুন হওয়া যুবক নেশাগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। তার নামে থানায় একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।